চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন বর্তমানে ষাটনল, ষাটনল মালোপাড়া, সটাকী, সুগন্ধী, পূর্ব ষাটনল, বড় ষাটনল, পশ্চিম লালপুর, পূর্ব লালপুর, কালীপুর, ইমামপুর ও বাড়ীভাংগা ৯টি গ্রাম নিয়ে ষাটনল ইউনিয়ন গঠিত হয়। ষাটনল ইউনিয়নটি মেঘনা নদীর তীরবর্তী স্থানে অবস্থিত। ষাটনল ইউনিয়নের পাশে মেঘনা নদীর তীরে ঐতির্য্য বাহি পর্যটন কেন্দ্র অবস্থিত। এই অঞ্চলের মানুষ শান্তি কামী । অত্র ইউনিয়নে শিক্ষার হার প্রায় ৮০%,
গ্রামগুলোর অধিকাংশ মানুষ পেশায় কৃষি কাজ করে। এছাড়া ও কিছু মানুষ শিক্ষকতা, ব্যবসা, সরকারী চাকুরি, দিনমুজুর ইত্যাদি পেশায় নিয়োজিত আছেন। কৃষকরা বেশিরভাগ ঋতু কালীন ফসল ফলিয়ে জিবিকা নির্বাহ করেন। যেমন, ধান, পাট, ইত্যাদি। আর সবজি চাষের মধ্যে প্রধান হলো শসা। অত্র ইউনিয়নে উৎপাদিত শসা, দেশের বিভিন্ন জেলায় রপ্তানি করেন। আগে অত্র ইউনিয়নে শিক্ষিতের হার কম থাকলে ও বর্তমানে শিক্ষার হার দিন দিন বাড়ছে।
ভাষা গত দিক থেকে অত্র অঞ্চলের মানুষ ভাষার শুদ্ধাতাই অনেকটাই ব্যবহার করে থাকেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS