Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে ষাটনল ইউনিয়ন

এক নজরে

 

কালের সাক্ষী বহনকারী মেঘনার তীরে গড়ে উঠা মতলব উত্তর উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন ০১ নং ষাটনল ইউনিয়ন। কালের পরিক্রমায় আজ ষাটনল ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি খেলাধুলা, ধর্মীয় অনুষ্ঠান সহ বিভিন্ন ক্ষেএে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জল।

০১) নাম                                      ঃ ০১ নং ষাটনল ইউনিয়ন পরিষদ।                     

০২) আয়তন                                  ঃ ২৪ কিঃ মিঃ (প্রায়)।                                

০৩) লোক সংখ্যা                            ঃ  ১৮৯৮৪ জন।

০৪) মোট ভোটার সংখ্যা                    ঃ ১১,১৫৫ জন।

                                                ক) পুরুষঃ ৫,৫২৩ জন, খ) মহিলাঃ ৫,৬৩২ জন।

০৫) গ্রামের সংখ্যা                           ঃ ১৫ (পনের)।

০৬) মৌজার সংখ্যা                          ঃ ০৫টি।

০৭) হাট বাজার সংখ্যা                      ঃ ০৩ টি।

০৮) উপজেলা থেকে যোগাযোগের মাধ্যমঃ রিক্সা, অটো, সিএনজি।

০৯) শিক্ষার হার                              ঃ ক. সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ০৯ টি।

                                                  খ. বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ০০ টি।

                                                  গ. উচ্চ বিদ্যালয়ঃ ০৩ টি।

                                                  ঘ. কলেজঃ ০২ টি। (কালীপুর হাইস্কুল এন্ড কলেজ ও শরীফ উল্যাহ হাইস্কুল এন্ড কলেজ )

                                                  ঙ. মাদ্রাসাঃ ০৪ টি।

১০) স্বাস্থ্য                                     ঃ ক. ইউনিয়ন পরিবার পরিকল্পনা ক্লিনিকঃ ০১ টি।

                                                  খ. কমিউনিটি ক্লিনিকঃ ০৩ টি।

১১) দায়িত্বরত চেয়ারম্যান                  ঃ জনাব এ.কে.এম.শরীফ উল্লাহ সরকার।

১২) গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান                    ঃ ক. ষাটনল শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির।

                                                  খ. শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির।

১৩) ঐতিহাসিক পর্যটন কেন্দ্র               ঃ ষাটনল পর্যটন কেন্দ্র।

১৪) ইউ, পি ভবন স্থাপন কাল              ঃ মে-২০০৯ খৃষ্টাব্দ।

১৫) নব গঠিত পরিষদের বিবরন            ঃ ক. শপথ গ্রহনের তারিখঃ ২৩/০৭/২০১১।

                                                  খ. প্রথম সভার তারিখঃ ২৮/০৭/২০১১।

                                                  গ. মেয়াদ উর্ত্তীনের তারিখঃ ২৭/০৭/২০১৬।

১৬) ইউনিয়ন পরিষদ এর জনবল          ঃ ক. নির্বাচিত পরিষদ সদস্যঃ ১৩ জন।

                                                  খ. পরিষদ সচিবঃ ০১ জন।

                                                  গ. পরিষদ গ্রাম পুলিশঃ ০৭ জন।

১৭) গ্রাম সমুহের নাম                        ঃ বড় ষাটনল, সটাকি, সুগন্ধী, ষাটনল মাল পাড়া, চর চার আনি,

                                                            আসন আলী প্রধানীয়া কান্দি, কন্দু সরকার কান্দি, মেহের উল্লা প্রধানীয়া কান্দি,

                                                       পশ্চিম লালপুর, পূর্ব লালপুর, ইমামপুর, মধ্য কালিপুর, কালিপুর, বাড়ীভাঙ্গা।